মাদক বিক্রেতাদের মারধরে দুই পুলিশ আহত
বাগেরহাটের মোল্লাহাটে মাদক বিক্রেতারা পিটিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করে পালিয়ে গেছে। সোমবার সকালে মোল্লাহাট উপজেলা সদরের হাসপাতালের মোড়ে এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এটাকে পিটুনি নয় বরং মাদক বিক্রেতাদের ধরতে গেলে তাদের ধাক্কায় পুলিশ সদস্যরা আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
দুপুরে এ ঘটনায় জড়িত কামরুল ইসলাম শুভ (২৭) নামে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এ ঘঠনায় জড়িত অন্য মাদক বিক্রেতাদের পরিচয় শনাক্ত করে তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- মোল্লাহাট থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল রানা এবং কনস্টেবল পুলক বিশ্বাস।
মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম বলেন, চার-পাঁচ যুবক হাসপাতালের মোড়ে ইয়াবা বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক রাসেল রানা কনস্টেবল পুলক বিশ্বাসকে সঙ্গে নিয়ে তাদের ধরতে যায়।
এ সময় ওই অজ্ঞাত চার-পাঁচ যুবক পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওদের ধাক্কায় দুইজন পুলিশ ব্যথা পেয়েছেন। ইয়াবা বিক্রেতাদের নাম পরিচয় শনাক্ত করে তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশের কাজে বাধাদানের অভিযোগে ওদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন পুলিশের এক কর্মকর্তা। অভিযান চালিয়ে দুপুরে কামরুল ইসলাম শুভ (২৭) নামে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শওকত আলী বাবু/এএম/আরআইপি