শোক দিবস : পতাকা অর্ধনমিত রাখা হয়নি মির্জাপুরের অধিকাংশ অফিসে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৫ মার্চ ২০১৮

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলেও মির্জাপুরে সরকারি-বেসরকারি অনেক অফিসেই জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় মির্জাপুর উপজেলা চত্বরের বিভিন্ন দফতরে গিয়ে দেখা গেছে, রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা থাকলেও অনেক দফতরে তা করা হয়নি। দফতরগুলোর মধ্যে রয়েছে- মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের অফিস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা খাদ্য অফিস, উপজেলা সমাজসেবা, উপজেলা হিসাব রক্ষণ অফিস।

বেলা পৌনে ১২টার দিকে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ছবি তুলতে দেখে অফিসের কর্মকর্তা গোপাল চন্দ্র সাহা, দ্রুত পতাকা অর্ধনমিত রাখার জন্য নির্দেশ দেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, তার কার্যালয়ের ভবনটিতে ৬টি অফিস রয়েছে। তাদের পতাকা টানানোর স্ট্যান্ড অন্য অফিসে ব্যবহার করা হয়েছে বলে এড়িয়ে যান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা বলেন, আমার অফিসটি আলাদা ভাবনে হলেও উপজেলা পরিষদের মধ্যে। উপজেলা পরিষদের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এ জন্য আমরা নিজেদের অফিসে পতাকা উত্তোলন করিনি।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে প্রত্যেক কর্মকর্তাকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার জন্য অবগত করা হয়েছে। যেসব অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এস এম এরশাদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।