পটুয়াখালীতে চিংড়ির রেণু পাচারকালে আটক ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৫ মার্চ ২০১৮

পটুয়াখালীতে দুই লাখ পিস বাগদা চিংড়ির রেণুসহ সাতজনকে আটক করেছে র‌্যাব। এ সময় রেণুপোনা বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. মিরাজ মোল্লা (৩৮), মো. আ. করিম সরদার (৩০), মো. সাইফুল ইসলাম সরদার (২৮), মো. মাকসুদ মোল্লা (২০), মো. কবির হাং (২৫), মো. ফয়জেদ ইসলাম শিকদার (২৮), মো. তামিম মাঝি (২০) ও মো. শোয়েব মাঝি (১৫)।

পটুয়াখালী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম বলেন, ট্রাকের ড্রাইভার ও হেলপারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও জব্দকৃত রেণুপোনা নদীতে অবমুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ছুরত আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেণপোনাসহ একটি ট্রাক ও সাত ব্যক্তিকে আটক করা হয়। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।