বাগেরহাটে সাংবাদিকের বাড়িতে আগুন দিলো দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৬ মার্চ ২০১৮

বাগেরহাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. ইয়ামিন আলীর বসতবাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা বাগেরহাট শহরতলীর গোটাপাড়া গ্রামে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, গভীর রাতে দুর্বৃত্তরা গোটাপাড়া গ্রামে সাংবাদিক ইয়ামিনের বাড়িতে ও তার চাচাতো ভাই ইসমাইল হোসেনের বাড়ির পোল্টি খামারে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে দেখে ওই দুই বাড়ির লোকজন ডাক চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন।

সাংবাদিক ইয়ামিন আলী জানান, এর আগে দুর্বৃত্তরা রাতের আধারে বাড়ির গোয়ালঘর থেকে পাঁচটি গরু নিয়ে যায়। গত ২৩ অক্টোবর রাতে তার ছোট ভাই আল-আমিন শেখকে মুনিগঞ্জ সেতুর ওপরে পিটিয়ে গুরুতর আহত করে মৃত ভেবে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় বাগেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে এ ঘটনায় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারসহ জেলায় কর্মরত সাংবাদিকরা দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শওকত বাবু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।