বঙ্গবন্ধুর ভাষণ মাইকে বাজানোর কারণে প্রাণনাশের হুমকি!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৭ মার্চ ২০১৮

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণসহ দেশাত্মবোধক গান বাজানোর কারণে জয়পুরহাট সদর উপজেলার হানাইল বম্বু গ্রামের মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে ওসমান আলীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

মোবাইল ফোনে দেয়া অজ্ঞাতদের এই হুমকির ঘটনায় জয়পুরহাট সদর থানায় জিডি করেন তিনি। শনিবার বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান আলী।

জিডিতে তিনি অভিযোগ করেন, গত ৭ মার্চ থেকে শুরু করে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে তিনি তার ব্যবসায়িক কর্মস্থল জেলা সদরের পল্লীবিদ্যুৎ এলাকায় নিয়মিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও দেশাত্মবোধক গান মাইকে বাজিয়ে আসছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ৮টার দিকে একটি মোবাইল ফোন থেকে তাকে হত্যা করা হবে বলে অজ্ঞাত সন্ত্রাসীরা হুমকি দেয়।

এ অবস্থায় তিনি ভীত হয়ে জয়পুরহাট সদর থানায় শুক্রবার রাতেই একটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনি ঘটনাটি স্থানীয় র্যাব ক্যাম্পেও অভিযোগ করেন।

জয়পুরহাট সদর থানা পুলিশের ওসি সেলিম হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাশেদুজ্জামান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।