শায়েস্তাগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে হকারের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ১২:৫২ এএম, ১৮ মার্চ ২০১৮
ফাইল ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে এক পপকর্ন বিক্রেতা কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে। নিহত নয়ন দেব (১৪) শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাঁও এলাকার হরেন্দ্র দেবের ছেলে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাজিদুল হক জানান, দুপুরে সিলেট থেকে ঢাকাগামী পাহাড়িকা ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনে এসে পৌঁছলে এর ভেতরে থাকা পপকর্ন বিক্রেতা নয়ন ঘুমন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেটে প্রেরণ করেন। সিলেটে চিকিৎসাধীন অবস্থায় নয়নের মৃত্যু হয়।

কামরুজ্জামান আল রিয়াদ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।