৩ বছর পর অস্ত্রোপচার করে বের করা হলো গজ
প্রায় তিন বছর আগে সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান প্রসব করেছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার তাড়াউজিয়াল গ্রামের জান্নাতুল ফেরদৌস। তাকে ভর্তি করা হয়েছিল শহরের আল বারাকা ক্লিনিকে। এরপর প্রায়ই পেটের ব্যথায় কাতর হয়ে পড়তেন জান্নাত। সম্প্রতি অবস্থা খুব খারাপ হয়ে গেলে তাকে ভর্তি করা হয় যশোরের কুইন্স হাসপাতালে। অবশেষে শনিবার সেখানে আবার অস্ত্রোপচার করে ডাক্তার রোগীর পেট থেকে বের করেন দুটি গজ। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার শরিফুল ইসলাম খান এই অস্ত্রোপচার করেন।
জান্নাতুল ফেরদৌসের স্বামী কিয়াম উদ্দিন বিশ্বাস বলেন, ২০১৫ সালের ১৮ মে মাগুরা শহরের আল বারাকা ক্লিনিকে তার স্ত্রীর সিজারিয়ান অপারেশন করেন ডা. আবদুস সালাম খান। এরপর প্রায়ই তার স্ত্রী অসুস্থ হয়ে পড়তেন। কয়েকবার সেই ডাক্তারের কাছে নিয়ে গেলেও কোনো লাভ হয়নি। অবশেষে রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গেলে তাকে যশোরের কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আলট্রাসনোগ্রাফি করা হলে পেটের মধ্যে গজ আছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। শনিবার অস্ত্রোপচার করে সেই গজ বের করা হয় পেট থেকে।
এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার আবদুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েক বছর আগের ঘটনা। তাই এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।
যশোর মেডিকেল কলেজের ডা. শরিফুল ইসলামও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
এফএ/এমএস