ছাত্রীকে ইভটিজিং : শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২১ মার্চ ২০১৮
প্রতীকী ছবি

মাগুরার শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আলী বিশ্বাসকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে তাকে পুলিশে দেয় হয়।

এছাড়া প্রধান শিক্ষক নওয়াবুল ইসলামের কাছে বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষককে মঙ্গলবার সাময়িক বরখাস্থ করা হয়।

এ ঘটনায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী স্কুলটি পরিদর্শন করেছেন।

আরাফাত হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।