২৩ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২১ মার্চ ২০১৮

নেত্রকোনার কলমাকান্দায় ধর্ষণসহ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের ২৩ বছর পর আসামি আবদুল মান্নানকে (৪৮) গ্রেফতার করছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পোগলা ইউনিয়নের সারারকোনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে হাপানিয়া গ্রামে রোস্তম আলীর মেয়ে হেলেনাকে ধর্ষণের পর টুকরো টুকরো করে কেটে নির্মমভাবে হত্যা করে আবদুল মান্নান। এ ঘটনায় রুস্তুম আলী বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন। আসামি আবদুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নেত্রকোনার বিজ্ঞ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালত ২০০২ সালের ৮ মে তাকে মৃত্যুদণ্ড দেন।

কামাল হোসাইন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।