পটুয়াখালীতে অস্ত্রসহ আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২২ মার্চ ২০১৮

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দশটি দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র মাসুদ মীর (২৪), রুবেল মোল্লা (২৮) ও জলিল তালুকদার (৩০)। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পটুয়াখালী পুলিশ সুপারের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

পটুয়াখালী পুলিশ সুপার মো. মইনুল হাসান বলেন, কলাপাড়া থানার ৪টি ইউনিয়নসহ জেলার ৭টি ইউনিয়নে ২৯ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় ধানখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার সৃষ্টির লক্ষ্যে অস্ত্রগুলি বহন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১১টায় রজপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৮টি দা, ২টি ছোরা ও ২টি মোটরসাইকেলসহ মাসুদ, রুবেল ও জলিলকে আটক করা হয়।

এবিষয়ে কলাপাড়া থানায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এদিকে আটককৃতদের বিস্তারিত পরিচয় তদন্তের স্বার্থে গোপন রেখেছে পুলিশ। পরবর্তীতে বিষয়টি অবহিত করা হবে বলে জানান পটুয়াখালী পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তারা।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।