ব্রহ্মপুত্র থেকে বালু তুলছেন নারী কাউন্সিলর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৪ মার্চ ২০১৮

১৫ দিন ধরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া গ্রামে সংরক্ষিত আসনের কাউন্সিলর ইলিমা বেগম ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। তার প্রভাবে ওই গ্রামের কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। ফলে নদীর পাড়, ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের আশঙ্কা করছেন গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ দিন থেকে শ্যালো ইঞ্জিনচালিত একটি মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে ইতোমধ্যে উত্তর উড়িয়া গ্রামে পাঁচটিরও বেশি পুকুর ভরাট করা হয়েছে। উড়িয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ইলিমা বেগমের প্রভাবে এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, উত্তর উড়িয়া গ্রামে ব্রহ্মপুত্র নদে একটি শ্যালো ইঞ্জিনচালিত মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পাশেই আশেপাশের বাড়ির নারীরা দাঁড়িয়ে শুধু দেখছেন। যেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে ওই এলাকায় গত বছরের বন্যায় ভাঙনের ফলে অনেক ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে আবারও সেখান থেকেই বালু উত্তোলনের ফলে ব্যাপক ভাঙনের আশংকা রয়েছে। শ্যালো ইঞ্জিনচালিত মেশিন দিয়ে বালু উত্তোলন করার জায়গাটিতেও বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামনে বর্ষা মৌসুমে ওই এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা করছেন গ্রামবাসী।

bali1

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর উড়িয়া গ্রামের এক বাসিন্দা বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের কারণে ওই স্থানটিতে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। আমরা নিষেধ করলেও তারা বালু উত্তোলন বন্ধ করেনি, উল্টো ধমক দিয়েছেন। ওখানে বালু উত্তোলন বন্ধ না করলে খুব তাড়াতাড়ি ওই এলাকা আবারও ভাঙনের মুখে পড়বে।

বালু উত্তোলনের কথা স্বীকার করে সংরক্ষিত আসনের কাউন্সিলর ইলিমা বেগম বলেন, আমরা আর বালু উত্তোলন করছি না। চার-পাঁচদিন আগেই আমাদের বালু তোলা শেষ হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে অনেকে বালু তোলে সেজন্য আমরাও তুলছি। বালু উত্তোলন করা আমাদের ঠিক হয়নি।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল হালিম টলস্টয় বলেন, এটা একটা আইনবিরুদ্ধ কাজ। যে কেউ তার বিরুদ্ধে মামলা করতে পারে। আগামীকাল তাকে ডেকে আসল বিষয়টি শোনা হবে।

রওশন আলম পাপুল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।