কলেজে ঢুকে ছাত্রীদের ছবি তোলায় শালা-দুলাভাই আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২৪ মার্চ ২০১৮

ভোলা সদর উপজেলার জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজে ঢুকে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে শালা ও দুলাভাইকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার পশ্চিম ইলিশা ৭নং ওয়ার্ডের মো. মেহেদী হাসান সবুজ ও তার দুলাভাই ঢাকার কচুক্ষেতের বাসিন্দা তানভীর হোসেন।

কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন অভিযোগ করে বলেন, সকালে কলেজ চলকালীন সময়ে মেহেদী হাসান ও তার দুলাভাই তানভীর হোসেন কলেজের দোতলায় উঠে ক্যামেরা দিয়ে ছাত্রীদের ছবি তুলছিল। এ সময় কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন তাদের বাধা দিলে তারা তাকে লাঞ্ছিত করে। এ অবস্থা দেখে কলেজের শিক্ষার্থীরা ক্লাস থেকে বেড়িয়ে এসে তাদের দুজনকে ধরে কলেজের লাইব্রেরিতে আটকে রাখে। পরে ভোলা সদর থানায় খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযুক্তদেরকে থানা হাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আদিল হোসেন তপু/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।