স্বাধীনতা দিবসে বেনাপোলে সাইকেল স্টান্ট শো

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০২:১০ এএম, ২৭ মার্চ ২০১৮

স্বাধীনতা দিবসে পৌর ছাত্রলীগের উদ্যোগে বেনাপোলে সাইকেল স্টান্ট শো’র আয়োজন করা হয়। সোমবার বিকেল ৫টার সময় সাইকেল ও মোটরসাইকেল স্টান্ট শো অনুষ্ঠিত হয়। বেনাপোল পলাশ হোটেলের সামনে এ শো দেখতে প্রচুর দর্শক সমাগম হয়। দুই রাস্তার পাশে হাজারও মানুষ এই খেলা উপভোগ করেন।

আয়োজকরা হলেন বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, উপজেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, ছাত্রলীগের সভাপতি মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সহ-সভাপতি আল ইমরান।

n

অনুষ্ঠানে ২০ জন বাইসাইকেল চালক নানা ধরনের নৈপুন্য দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন। এ ধরনের স্ট্যান্টের কারণে যুব সমাজকে নির্মল চিত্ত বিনোদনের ব্যতিক্রমী এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান এলাকাবাসী। পরে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।

মো. জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।