নবীগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১১:০৬ এএম, ২৯ মার্চ ২০১৮
ছবি-ফাইল

হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় নবীগঞ্জ উপজেলার পিটুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের কারও পরিচয় এখনও জানা যায়নি।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমল চন্দ্র ভৌমিক জানান, সিলেট থেকে হবিগঞ্জমুখী একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার পিটুয়া নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এক পর্যায়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ৩ জন ঘটনাস্থলেই মারা গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।