কোনো শিক্ষার্থীকে গাছতলায় বসে পড়তে হবে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ৩১ মার্চ ২০১৮

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, আমরা মানসম্মত শিক্ষা দিয়ে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের চেষ্টা করছি। আমরা এমন শিক্ষা নিশ্চিত করতে চাই, যেখানে বাংলাদেশের ছেলে-মেয়েরা বিশ্ব দাপিয়ে বেড়াবে।

তিনি বলেন, প্রতি বছর ৬৮ হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে শিক্ষাব্যবস্থায়। ২০১৮ সালের পরে কোনো শিক্ষার্থীকে গাছতলায় বসে পড়তে হবে না। আমরা সব প্রাথমিক বিদ্যালয়ে সুন্দর ভবন নির্মাণ ও সংস্কারের কাজ করছি।

শনিবার বিকেলে শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজ মিলনায়তনে শিক্ষক-অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিদ্যালয় গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্ধুদ্ধকরণে শেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ জনসচেতনতামূলক এই সমাবেশের আয়োজন করে।

গণশিক্ষামন্ত্রী বলেন, দেশের কিন্ডার গার্টেন স্কুলগুলোকে নীতিমালায় আনতে মন্ত্রণালয়ের টাস্কফোর্স কাজ করছে। তাদেরকে দ্রুত নীতিমালার আওতায় আনা হবে।

জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য হুইপ মো. আতিউর রহমান আতিক।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, প্রধান শিক্ষক ইশরাত জাহান শম্পা, এসএমসি সদস্য রোকনুজ্জামান খোকন, আব্দুল হাই, অভিভাবক মর্জিনা নাসরিন, হাসিনা বেগম, জরিনা বেগম ও ইউপি সদস্য হাসনা হেনা প্রমুখ।

হাকিম বাবুল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।