২০১৬ সালের প্রশ্নে পরীক্ষা গ্রহণ, নাটোরে ৩ শিক্ষক বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৩ এপ্রিল ২০১৮

নাটোরের গুরুদাসপুরের বিল চলন শহীদ শামসুজ্জোহা কলেজে চলতি এইসএসসি পরীক্ষায় দায়িত্ব অবহেলার অভিযোগে তিন শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলা প্রথমপত্রের পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে মঙ্গলবার তাদের বিরুদ্ধে এই বহিষ্কারাদেশ দেয় পরীক্ষা কমিটি।

বহিষ্কৃত তিন শিক্ষক হলেন- শহীদ শামসুজ্জোহা কলেজের প্রভাষক লুৎফুল হক ও রিতা রানী এবং একই কলেজের প্রদর্শক আখের আলী।

কলেজ সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার প্রথমদিন বাংলা প্রথমপত্রের পরীক্ষায় শহীদ শামসুজ্জোহা কলেজের ৩০১ নম্বর কক্ষে ৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ২০১৬ সালের পুরাতন সিলেবাসের ১৫ জন ও এ বছরের নিয়মিত ৩৬ জন পরীক্ষার্থী ছিল। দায়িত্বরত শিক্ষকরা প্রশ্নপত্র প্রদানের সময় পুরাতন সিলেবাসের ১৫টি প্রশ্ন ভুল করে নতুন সিলেবাসের ছাত্রদের দিয়ে দেন এবং ওই প্রশ্নেই পরীক্ষা সম্পন্ন হয়।

মঙ্গলবার সকালে বিষয়টি ছাত্ররা এসে কেন্দ্র সচিবকে জানায়। কেন্দ্র সচিব অধ্যক্ষ রেজাউল করিম দায়িত্ব অবহেলার কারণে ওই তিন শিক্ষককে এ বছরের পরীক্ষার সকল কার্যক্রম থেকে বহিষ্কার করেন।

এ ব্যাপারে গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনির হোসেন জানান, অভিযুক্ত ওই তিন শিক্ষককে সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।