ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল রোহিঙ্গা শিশুর
কক্সবাজারের টেকনাফে বেপরোয়া গতির ডাম্পারের ধাক্কায় ইসমত আরা (৪) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার মোছনী আদর্শ বিদ্যাপীঠ স্কুলের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইসমত মোছনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী মো. লালুর মেয়ে। তারা সম্প্রতি নিজ দেশ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে এদেশে আশ্রয় নেয়।
স্থানীয় সূত্র জানায়, রাস্তার পাশে অন্য শিশুদের মতো খেলছিল শিশু ইসমত আরা। এ সময় বেপরোয়া গতির একটি ডাম্পার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে মোছনী ক্যাম্পের পুলিশ গাড়িটি জব্দ করে। এ ঘটনায় নিহত শিশুর বাবা-মার আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাজু কান্তি দাস জানান, ডাম্পার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
সায়ীদ আলমগীর/আরএ/এমএস