বিএনপি রাজনৈতিক বোমাবাজি করছে : আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৫ এপ্রিল ২০১৮

খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি যা করছে তা রাজনৈতিক বোমাবাজি বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, খালেদা জিয়ার জামিন দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু দুদক সেখানে খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল করে। আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ জামিন স্থগিত করেন। এ খানে সরকারের কিছু করার নেই।

মন্ত্রী আরও বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধকরণ আইনটি বর্তমানে মন্ত্রী পরিষদ সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে। মন্ত্রী পরিষদে অনুমোদন হলে তা সংসদে উত্থাপন করা হবে।

পরে মন্ত্রী জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন। সমিতির সভাপতি মো.আফিল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান তালুকদারের পরিচালনায় আলোচনা সভার অতিথি ছিলেন- সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আইন বিচার ও সংসদ বিষয়ক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।