ফেনীতে ফখরুল হত্যা মামলায় দুইজনের জামিন বাতিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৫ এপ্রিল ২০১৮
নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল উদ্দিন

ফেনীর দাগনভূঁইয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল উদ্দিন হত্যা মামলার আসামি দাগনভূঁইয়া পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম ও তার সহোদর রাসেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন শেষে বৃহস্পতিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোছাইনের আদালতে আত্মসর্মপণ করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায় , গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে মোটরসাইকেল নিয়ে বিরোধের জের ধরে দাগনভূঁইয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল উদ্দিনকে বাসা থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে জাহিদ হাছান হিরো ও আমির হোসেন বাহাদুরের লোকজন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ ওই দিন সকালে হিরো, আমির হোসেন বাহাদুরকে আটক করে। তাদের দেয়া তথ্যমতে পুলিশ হত্যায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি হাইস মাইক্রোবাস, একটি ছুরি ও নিহতের মোবাইল ফোন জব্দ করে।

গত ২৩ জানুয়ারি নিহতের বড় ভাই নাজিম উদ্দিন বাদী হয়ে দাগনভূঁইয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে পৌর যুবলীগের সহ-সম্পাদক ছায়দুল হক পারভেজকে প্রধান আসামি করা হয় এবং আটক জাহিদ হিরো, আমির হোসেন বাহাদুর, দাগনভূঁইয়া পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম, তার বড় ভাই আজিজুল হক রাসেল, শামীম, মুজাহিদ ও মাইক্রোবাসের ড্রাইভারসহ ১০/১২ জনকে আসামি করা হয়।

নিহতের বড় বোন শাহিনুর আক্তার জেসমিন দাবি করেন, মামলার প্রধান আসামি প্রকাশ্য ঘোরাফেরা করলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না।

ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার জাগো নিউজকে বলেন, মামলাটি আমাদের হাতে নেই। এটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিশেনে(পিবিআই) হস্তান্তর করা হয়েছে।

পিবিআই ফেনী অঞ্চলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, এ হত্যা মামলা তদন্ত অনেক দূর এগিয়েছে। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না।

এদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল উদ্দিন হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলায় গ্রেফতার জাহিদ হাছান হিরো। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পাল তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। এ মামলায় প্রধান আসামি পৌর যুবলীগের সহ-সম্পাদক ছায়দুল হক পারভেজ ও উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুজাহিদ পলাতক রয়েছেন।

জহিরুল হক মিলু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।