১০ দিন ধরে পানি নেই লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দশ দিন ধরে পানি সরবরাহ বন্ধ আছে। এতে আন্ত ও বর্হিবিভাগের রোগীরা পড়েছে চরম দুর্ভোগে ।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির চাহিদা মেটানোর জন্য একটি টিউবওয়েল স্থাপন করা হয়। কিন্তু শুষ্ক মৌসুম এলেই টিউবওয়েলের পানি শুকিয়ে যায়। যার কারণে ভোগান্তিতে পড়তে হয়ে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের।
জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে আন্ত বিভাগে ৩৫ থেকে ৪০ জন রোগী ভর্তি হয় । আর বহিঃ বিভাগে প্রতিদিন দেড়শ থেকে দুশ রোগী চিকিৎসা সেবা নেন।
রোগীর স্বজনারা জানিয়েছেন, স্বাস্থ্য কমপ্লেক্সে দশ দিন ধরে পানি না থাকায় পুকুর ও অন্যান্য জলাশয় থেকে পানি এনে শৌচকর্ম ও অন্যান্য পরিচ্ছন্নতার কাজ সারছেন তারা।
স্বাস্থ্য কমপ্লেক্সের আন্ত বিভাগে ভর্তিকৃত রোগী মোহছেনা বেগম জানান, দুই দিন হলো স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি। টয়লেটে কোন পানি নেই। পানির খুব সমস্যা ।
আরেক রোগী শারমিন আক্তার ও শিশু উম্মে সালমার অভিভাবক জানান, ভর্তির পর থেকে দেখছি পানি নেই। তাই স্বাস্থ্য কমপ্লেক্সের বাহির থেকে বোতলজাত পানি কিনে ব্যবহারিক কাজ সারছি। আমাদের জন্য এটা খুবই ব্যয় বহুল।
এ বিষয়ে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উইলিয়াম লুসাই বলেন, টিউবওয়েলে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় মোটরে পানি উঠছে না। কয়েক দিনের মধ্যে পৌরসভা থেকে পানির সংযোগ স্থাপন করে এর সমাধান করা হবে।
সৈকত দাশ/আরএ/পিআর