মৌলভীবাজারে ৩৯ বিএনপি নেতাকর্মী কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ০৯ এপ্রিল ২০১৮
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির ৩৯ নেতাকর্মীকে পুলিশ অ্যাসল্ট মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক এজে আল মাসুদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়া পৌরসভার সামনে মানববন্ধন করতে গেলে পুলিশের সঙ্গে সংর্ঘষে জড়ান বিএনপি নেতাকর্মীরা। রাতে কুলাউড়া থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ৫১ বিএনপি নেতাকর্মীদের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন। পরে তারা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক ওয়াদুল হাসান ও কৃষ্ণ দেবনাথের যৌথ বেঞ্চ তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

সোমবার মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক এজে আল মাসুদ ৫১ জনের মধ্যে ৩৯ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক নেতাকর্মীদের মধ্যে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, একাংশের সাধারণ সম্পাদক রেদওয়ান খান, পৌর বিএনপির একাংশের সাধারণ সম্পাদক মুজিবুল আলম সোহেল, অন্য অংশের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মলাই, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুরমান আহমদসহ বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ রয়েছেন।

রিপন দে/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।