সাতক্ষীরা বিএনপির সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১০ এপ্রিল ২০১৮

সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ বিএনপির ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা শহরের নবারুন স্কুল মোড়ের একটি বাসা থেকে গোপন বৈঠককালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অপর পাঁচ নেতা হলেন- জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো ও সাতক্ষীরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জাগো নিউজকে বলেন, গোপন বৈঠককালে অভিযান চালিয়ে বিএনপির ছয় নেতাকে গ্রেফতার করা হয়েছে।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।