বিয়ানীবাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১২ এপ্রিল ২০১৮

সিলেটের বিয়ানীবাজার উপজেলার গাছতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের টাকা তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে চারখাই বাজার অটোরিকশা স্ট্যান্ড ও রামধা বাজার অটোরিকশা স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রামধা বাজার স্ট্যান্ডের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের সঙ্গে চারখাই স্ট্যান্ডের ম্যানেজারের মাসিক চাঁদার টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই অটোরিকশাচালক তার এলাকার লোকজনকে নিয়ে বিয়ানীবাজার-সিলেট মহাসড়কের কনকলস এলাকায় অবস্থান নেন। এ খবর পেয়ে চারখাই বাজার স্ট্যান্ডের অটোরিকশা চালকরা বিপরীতে অবস্থান নেন। এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। সংঘর্ষে অন্তত ১৫ আহত হন।

খবর পেয়ে চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে এগিয়ে গেলেও তারা সংঘর্ষ থামাতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে বিয়ানীবাজার থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের সংঘর্ষ চলাকালে বিয়ানীবাজার-সিলেট মহাসড়ক প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে শতশত গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ছামির মাহমুদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।