লক্ষ্মীপুরে প্রয়াত সাংবাদিক মালেকের পরিবারের পাশে বিমানমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৪ এপ্রিল ২০১৮

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক এম এ মালেকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের সমসেরাবাদ এলাকায় ওই সাংবাদিকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে দুই লাখ টাকা দেয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল বার্ধক্যজনিত কারণে প্রবীণ সাংবাদিক এম এ মালেক ইন্তেকাল করেন।

কাজল কায়েস/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।