ছেলের দায়ের কোপে বাবা খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৮
ছবি-প্রতীকী

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানে বাবা গোপাল রবি দাসকে (৫৪) কুপিয়ে হত্যা করেছে ছেলে রাজ রাম দাস (২৫)।

বৃহস্পতিবার সকালে রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রাম দাস সকালে বাবা রবি দাসকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে রাম দাসকে আটক করে রাজনগর থানা পুলিশ।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউউজকে জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

রিপন দে/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।