আম পাড়তে গিয়ে...

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিগমুন (৩২) নামে এক অদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দাসের বাজার ইউনিয়নের পাথারিয়া চা বাগানে এ ঘটনা ঘটে।

অধিবাসী রিগমুন পাথারিয়া চা বাগানের বাসিন্দা মাদব রিগমুনের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে উপজেলার দাসের বাজার ইউনিয়নের পাথারিয়া চা বাগানে রিগমুন আম পাড়ার জন্য গাছে ওঠেন। এ সময় গাছের সঙ্গে লাগানো বিদ্যুৎলাইন স্পর্শ করলে অন্য একটি ডালে ছিটকে পড়ে সেখানেই মারা যান।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে জানান, খবর পেয়ে দুপুর ২টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রিপন দে/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।