শরীয়তপুরে বেইলি ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১২:১৫ পিএম, ২০ এপ্রিল ২০১৮

শরীয়তপুরে কীর্তিনাশা নদীর ওপর নির্মিত শরীয়তপুর শহর ও চন্দ্রপুর সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম আড়িগাঁও সেতুর বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ জেলা কার্যালয় থেকে ট্রান্সফরমার নিয়ে একটি ট্রাক ওই সেতু দিয়ে যাওয়ার সময় ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

জানা যায়, শরীয়তপুর জেলা শহর থেকে মাদারীপুরের শিবচর উপজেলা সদরে যাতায়াতের জন্য শরীয়তপুর শহর-চন্দ্রপুর সড়কের রাজগঞ্জ-আড়িগাঁও এলাকায় কীর্তিনাশা নদীর ওপর ২০০৮ সালে ১০৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করে শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।

সেতুটি নির্মাণ করতে ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় হয়। সেতুটি নির্মাণের পর ২০১৬ সালে ৫ অক্টোবর সেতুর পশ্চিম পাশের জায়গা নদীতে ধসে পড়ে। পরে ভেঙে পড়া জায়গায় একটি বেইলি ব্রিজ তৈরি করা হয়। বৃহস্পতিবার রাতে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ জেলা কার্যালয় থেকে ট্রান্সফরমার নিয়ে একটি ট্রাক ওই সেতু দিয়ে যাওয়ার সময় ব্রিজটি ভেঙে যায়।

সাইফুল ইসলাম, জাহিদ খান ও মনোয়ার হোসেন মাঝি বলেন, ব্যবসার কাজে প্রতিদিন এই সড়ক দিয়ে মাদারীপুরের শিবচর যেতে হয়। ব্রিজটি ভেঙে পড়ায় সমস্যা হচ্ছে। অনেক দূর ঘুরে যেতে হবে। তাই দ্রুত ব্রিজটি মেরামত প্রয়োজন।

অটোরিকশা চালক নজরুল ইসলাম বলেন, শরীয়তপুর শহর থেকে চন্দ্রপুর লাইনে অটোরিকসা চালাই। ব্রিজটি ভেঙে পড়ায় রিকশা চালানো বন্ধ হয়ে গেছে।

শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বাদশা মিয়া বলেন, অধিক ওজনের একটি মালবাহী ট্রাক মাঝ পথে গেলে বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। যানবাহন চলাচলের জন্য বেইলি ব্রিজটি দ্রুত মেরামত করা হবে।

ছগির হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।