নড়াইলে বিএনপির ৪১ নেতাকর্মীর নামে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২১ এপ্রিল ২০১৮

নড়াইল জেলা বিএনপির সভাপতির বাড়িতে বৈঠকের সময় আটক বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, চেয়ারপার্সনের উপদেষ্টা কবীর মুরাদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ৪১ নেতাকর্মীর নামে থানায় মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার রাতে নড়াগাতী থানায় মামলাটি দায়ের করা হয়েছে। আটক নেতাকর্মীদের শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি নড়াগাতী থানার খালিশাল গ্রামে কেন্দ্রীয় নেতা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা বৈঠক করছিলেন। এ সময় পুলিশ ৫৮ জনকে আটক করে। তবে কয়েকজন মোটরসাইকেল ও ইজিবাইকচালক থাকায় তাদেরকে ছেড়ে দিয়ে ৪১ জনের নামে মামলা করা হয়েছে।

এর মধ্যে দুইজন কেন্দ্রীয় নেতাসহ জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি জিএম নজরুল ইসলাম, সাজ্জাদ হোসেন সুজা, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতাকর্মী রয়েছেন।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, আটকের ঘটনায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অভিযোগে আরও ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

হাফিজুল নিলু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।