রাঙ্গামাটির এএসপি আসলামের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১০:১২ পিএম, ২১ এপ্রিল ২০১৮

রাঙামাটি পার্বত্য জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আসলাম ইকবাল (৫৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কাপ্তাই সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের (এএসপি) দায়িত্বে কর্মরত ছিলেন। তার বাড়ি শেরপুরের নলিতাবাড়ি উপজেলার আমবাড়ি গ্রামে। তিনি মৃত আব্দুল আলীর ছেলে।

রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর জানিয়েছেন, শনিবার সকালে ডায়াবেটিস ও নিউমোনিয়া জনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে চন্দ্রঘোনা মিশনারি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে চমেক হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পুলিশ সুপার আরও জানান, শনিবার যোহরের নামাজের পর চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন এলাকায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পরে মরদেহ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।

তার শেষ কর্মস্থল কাপ্তাই উপজেলার ভাইস চেয়ারম্যান দিলদার হোসেন গভীর শোক প্রকাশ করে বলেন, মানুষটি খুবই সাদামাটা ও সৎ লোক ছিলেন। তার মৃত্যুতে কাপ্তাইবাসী শোকাহত।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।