লামায় অগ্নিকাণ্ডে ১২ বসতঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২২ এপ্রিল ২০১৮
ছবি-প্রতীকী

 

বান্দরবানের লামায় আগুন লেগে ১২টি বসতঘর পুড়ে গেছে । আগুনে ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে জনপ্রতিনিধিরা। রোববার দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যংমুখ এলাকার রেঅং মুরুং পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার রেঅং মুরুং পাড়ার একটি রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় । মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে লাগোয়া আরও ১১টি ঘর পুড়ে যায়। পরে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে মাংক্রান্ত মুরুং, মাংপা মুরুং, ওই ওয়াই মুরুং, তইু তুই মুরুং, ইয়াংরিং মুরুং, মেন ওয়াই মুরুং, মেন থক মুরুং, নিয়াপুন মুরুং, মেনলক মুরুং, লেংপুং মুরুং, ভানয়াং মুরুং ও মেনকিং মুরুংয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মেন ওয়াই মুরুং জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে বসতঘরের কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। সম্পূর্ণ মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা জানান, ক্ষতিগ্রস্তদেরকে পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

সৈকত দাশ/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।