চুয়াডাঙ্গায় ৩২০টি স্বর্ণের বার জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২৫ এপ্রিল ২০১৮

চুয়াডাঙ্গার দর্শনা নাস্তিপুর সীমান্তে ৩২০ পিস স্বর্ণের বার (প্রায় ৩৭ কেজি) জব্দ করেছে বিজিবি-৬ এর সদস্যরা। এ সময় ৩ জন পাচারকারী পালিয়ে গেছে। বুধবার দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব স্বর্ণের বার আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর পরিচালক লে ক ইমাম হাসান জানান, সুলতানপুর ক্যাম্প কমান্ডার বিরেন্দ্র সেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দুপুরে বিপুল পরিমাণ স্বর্ণসহ একদল পাচারকারী ভারতের বিজয়পুর থেকে নাস্তিপুর সীমান্তের বিপরীতে মাথাভাঙ্গা নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এটা জেনেই বিরেন্দ্র তার টহল দল নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারী অভিযান বুঝতে পেরে তাদের সঙ্গে থাকা ব্যাগ রেখে মাথাভাঙ্গা নদী সাঁতরে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা তাদের ফেলে যাওয়া ব্যাগ জব্দ করে এবং ব্যাগের ভেতরে থাকা ৩২০টি স্বর্ণের বার উদ্ধার করে।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।