বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৬ এপ্রিল ২০১৮
প্রতীকী ছবি

বান্দরবানের কুহালং ইউনিয়নে এক বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা করেছে আরেক বৌদ্ধ ভিক্ষু। নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম মং থুই সাং। আর ঘাতক বৌদ্ধ ভিক্ষুর নাম ছবির।

বৃহস্পতিবার সকালে বিহারের পাশের রান্নাঘরে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যার পর অপর ওই ভিক্ষু পালিয়ে যান বলে জানিয়েছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার।

তিনি আরো জানান, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন ধরনের ব্যক্তিগত কারণ সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ভিক্ষুর মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

সৈকত দাশ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।