জমি-সংক্রান্ত বিরোধে নারীর মৃত্যু
নোয়াখালীর চাটখিলে বসত বাড়ির জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পরিবারের হামলায় মধ্যে রামরিতে অঞ্জলি রানী ঘোষ (৪৩) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চাটখিল থানা পুলিশ তিন নারীকে আটক করে।
চাটখিল পৌর এলাকার ছয়আনি টগবা গ্রামের ঘোষ বাড়িতে বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অঞ্জলি রানী নারায়ণ ঘোষের স্ত্রী।
পুলিশ জানায়, ঘোষবাড়ির খোকন ঘোষ এবং নারায়ণ ঘোষের মধ্যে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন থেকে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেয়া হলেও বিষয়টির কোনো সুরাহ হয়নি। বুধবার রাতে অঞ্জলি রানী ঘর থেকে থুতু ফেললে ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় পতিপক্ষের খোকন ঘোষের গায়ে পড়ে। এ নিয়ে প্রথমে বাক বিতণ্ডা শুরু হয়। পরে দুই পরিবার মারামারিতে জড়িয়ে পড়লে অঞ্জলি রানী ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অঞ্জলিকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার জানান, মারামারির একপর্যায়ে পতিপক্ষের হামলায় অঞ্জলি রানী মারা যান। খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
মিজানুর রহমান/আরএ/পিআর