লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ৬ মামলার আসামি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৭ এপ্রিল ২০১৮

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল আলম নুরু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নুরুলের বিরুদ্ধে থানায় ৬টি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জের গণিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি ও ২টি ধারালো কিরিজ উদ্ধার করে পুলিশ।

এ সময় রফিক উল্যাহ ও রুবেল নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নুরুল উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের শামসুদ্দোহার ছেলে।

পুলিশ জানায়, রাতে চন্দ্রেগঞ্জের গণিপুর এলাকায় ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে নুরুল গুলিবিদ্ধ হয় ও অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ নুরুলকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মদ বলেন, নিহত নুরুল পুলিশের তালিকাভুক্ত ডাকাত।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।