তারেককে নিয়ে বিশ্বের বহু দেশ শঙ্কিত : শাজাহান খান
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, তারেক জিয়াকে নিয়ে শুধু আওয়ামী লীগই শঙ্কিত নয়, বিশ্বের বহু দেশ শঙ্কিত। সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে আমেরিকাও তাকে ভিসা দিতে রাজি হয়নি। তাকে যে কোনো সময় দেশে ফিরিয়ে আনা হবে।
শনিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তার চলন-বলন দেখেই তা বোঝা যায়।
এর আগে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান দুপুরে হেলিকপ্টারযোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেনে মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল প্রমুখ।
বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদরে আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী।
আসিফ ইকবাল/আরএআর/জেআইএম