ভোলায় কালবৈশাখী ঝড়ে নিহত ১, ঘরবাড়ি বিধ্বস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

ভোলার লালমোহনে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের নিচে চাপা পড়ে রিয়ান নামে সাড়ে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০ জন।

এ সময় অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। রোববার বিকেল ৪টায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব কুমার খালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়ান চরভূতা ৭নং ওয়ার্ডের বড়ৈ বাড়ির আনাছের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার দিকে ধলীগৌরনগর ৫নং ওয়ার্ডের পূর্ব কুমার খালী এলাকায় কালবৈশাখী ঝড়ে কালু মাঝি বাড়ির সিরাজ মিয়ার ঘরের নিচে চাপা পড়ে শিশু রিয়ান আহত হয়। স্থানীয়রা রিয়ানকে উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

jagonews24

ঝড়ে একই এলাকার, কালু সর্দারের ঘর, দিনু মিয়ার ঘর, ইয়াছিন, ছিদ্দিক মিয়ার ঘরসহ আশপাশের অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ সময় ঘরের নিচে চাপা পড়ে আহত হয় আরও ১০ জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। বিকেলে হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঘরের নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়।

আদিল হোসেন তপু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।