পুঠিয়ায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৩:২২ এএম, ৩০ এপ্রিল ২০১৮

রাজশাহীর পুঠিয়ায় ভুল চিকিৎসায় সুমি বেগম ওরফে বিউটি (২০) নামের এক প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার বেলা ৩টার দিকে উপজেলা সদরের জনসেবা ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে ওই ক্লিনিক ঘিরে রাখে স্থানীয়রা।

নিহত সুমি বেগম উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের সেলিম হোসেনের স্ত্রী। প্রসব বেদনা উঠলে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সুমি বেগমকে ওই ক্লিনিকে নেন স্বজনরা।

সুমি বেগমের ভাই মিঠুন আলী বলেন, ক্লিনিকে নেয়ার পর কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ক্লিনিক মালিক বুলবুল আহমদ জানান, গর্ভে পানি নেই। তাতে গর্ভবতী ও গর্ভের বাচ্চার অবস্থা আশঙ্কাজনক। তাড়াতাড়ি সিজারের পরামর্শ দেন তিনি। প্রাণ বাঁচাতে ক্লিনিক মালিকের কথায় সিজারে রাজি হয়ে যান স্বজনরা।

মিঠুন আলীর অভিযোগ, ক্লিনিক মালিক নিজে ডাক্তার সেজে প্রসূতিকে অপারেশন থিয়েটারে নেন। বেলা আড়াইটার দিকে সিজারের মাধ্যমে কন্যা শিশুর জন্ম দেন সুমি। এরপর অপারেশন থিয়েটারেই প্রসূতির শুরু হয় খিঁচুনি। এক পর্যায়ে সেখানেই তার মৃত্যু হয়।

দায় এড়াতে কৌশলে দ্রুত রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) পাঠিয়ে দেয়। হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর ক্লিনিক মালিক বুলবুল আহমদ পলাতক। অভিযোগ বিষয়ে কয়েক দফা চেষ্টা করেও তার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি। তবে ক্লিনিক ম্যানেজার রুপা বেগম জানিয়েছেন, রোগী মারা যাওয়ার খবরে মালিক ক্লিনিক ছেড়েছেন। চিকিৎসক না হয়েও তিনিই এ অস্ত্রোপচার করেন বলে জানান রুপা।

এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ক্লিনিকটি ঘিরে রেখেছে। খবর পেয়ে সেখানে পুলিশও গেছে। তবে এনিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূইয়া বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ নিয়ে মৃতের পরিবার এখনও থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।

ফেরদৌস সিদ্দিকী/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।