ঝড়ে ট্রাকের উপর আছড়ে পড়লো গাছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:২২ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

ফেনীতে একের পর এক হানা দিচ্ছে কালবৈশাখী ঝড়। সোমবার দুপুরে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের বাঁশপাড়া এলাকায় একটি বড় গাছ উপড়ে পড়ে মালবোঝাই মিনিট্রাকের উপর আছড়ে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুর ১টার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। জেলার বিভিন্ন স্থানে গাছ-পালা ও ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়। প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে রাস্তার পাশে থাকা ওই গাছটি ফেনী-ছাগলনাইয়াগামী মালবাহী ট্রাকটির উপর পড়ে। এতে ট্রাকচালক ও হেলপার কিছুটা আহত হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

feni1

ছাগলনাইয়া থানার পরিদর্শক (ওসি) এমএম মোর্শেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং ক্রেন ও যাবতীয় উদ্ধার তৎপরতা মূলক সরঞ্জাম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।