ঝিনাইদহে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০২ মে ২০১৮

ঝিনাইদহ-যশোর মহাসড়কের লাউদিয়া এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন। বুধবার বেলা সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ইজিবাইক চালক মাহাবুবুর রহমান (৩৬), বাকুয়া গ্রামের আল-আমিনের স্ত্রী হাজেরা বেগম (২৫), ঝিনাইদহ সদরের লাউদিয়া গ্রামের মন্টু মিয়ার জামাই ও যশোরের নওয়াপাড়ার বসুন্দিয়া এলাকার আসলাম হোসেন (৪৫), ঝিনাইদহ সদর উপজেলার রাউতাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে কামাল হোসেন (৪০) ও তার মেয়ে পাপিয়া খাতুন (২০)।

এছাড়া নিহত কামালের অপর শিশু কন্যা ইলমা (৫), লাউদিয়ার সোহেল, আল-মামুন ও নিহত আসলামের স্ত্রী আয়েশাসহ (৩০) চারজন আহত হয়েছেন। এদের মধ্যে শিশু ইলমা ও আয়েশার অবস্থা আশঙ্কাজনক।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি এমদাদুল হক শেখ জানান, বুধবার বেলা সোয়া ২টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের লাউদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রচণ্ড ঝড়বৃৃষ্টির মধ্যে সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে আলুবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই মাহাবুল ইসলাম, আসলাম হোসেন ও কামাল হোসেন নিহত হন। হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয় হাজেরা বেগম ও পাপিয়া খাতুনের।

এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অপুর্ব কুমার।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সোহেল জানান, ঝড়বৃষ্টির কারণে আলুবোঝাই ট্রাকটি বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।