ফেনীতে নিখোঁজের ২ দিন পর মিললো কিশোরের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০২ মে ২০১৮

ফেনীতে নিখোঁজের দুই দিন পর মো. রাজিব রাজু (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের সুলতানপুর ফলেশ্বর এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনরা জানায়, অভাবের তাড়নায় রিকশা নিয়ে সংসারের হাল ধরে কিশোর রাজু। সে ফেনী শহরের একাডেমি, ফারুক হোটেলের আশপাশে, বনানী পাড়া, বারাহীপুর এলাকায় রিকশা চালায়।

feni

৩০ এপ্রিল সোমবার শহরের বারাহিপুর ভাড়া বাসা থেকে রিকশা নিয়ে বের হয়ে না ফেরায় একই দিন বিকেলে কিশোর রাজুর মা হোসনে আরা বেগম ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

বুধবার দুপুরে সুলতানপুর ফলেশ্বর এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। পরে স্বজনরা এটি রাজুর মরদেহ শনাক্ত করে বাড়ি নিয়ে যায়। নিহত রাজু ওই এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক মো. রাশেদ খান চৌধুরী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ আধুনিক ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।