‘বিএনপি দেশের উন্নয়ন ব্যাহত করতে চায়’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৩ মে ২০১৮

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি এখনও সন্ত্রাসকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিএনপি, জামাত-শিবির জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের উন্নয়ন ব্যাহত করতে চায়।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

jamalpur-pic-1

তিনি বলেন, বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে প্রতিটি আওয়ামী লীগের কর্মীকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.দিপু মনি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, রেজাউল করিম হীরা এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, মাহজাবিন খালেদ বেবী এমপি, মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ।

শুভ্র মেহেদী/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।