আড়াই মাস পর অপহৃত যুবক উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে অপহরণের দুই মাস ১৬ দিন পর শরিফুল ইসলাম (২৮) নামে এক অপহৃত যুবককে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা।
শনিবার বিকেলে টাঙ্গাইল জেলার ময়রা এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। শরিফুল ইসলাম উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের ইঞ্জিল হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ পিবিআই’র উপ-পরিদর্শক বিদ্যুৎ কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন শরীফুল।
দীর্ঘদিন খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে ৫ মার্চ মা সুফিয়া খাতুন বাদী হয়ে আদালতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন আদালতের বিচারক। দীর্ঘ তদন্ত শেষে শনিবার বিকেলে টাঙ্গাইলের ময়রা এলাকা থেকে শরীফুলকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম