দুই বিদ্যালয়ে ১০১ জন পেলো জিপিএ-৫
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবছর ২৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্য ও মানবিক বিভাগে মোট ৫৭ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। এই প্রতিষ্ঠানে পাসের হার ৯৭.৪৭।
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীলিপ কুমার মৃধা বলেন, শিক্ষকদের পরিশ্রম ও শিক্ষার্থীদের দারুণ অধ্যবসায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
এদিকে, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এবছর ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন ছাত্র। ব্যবসা-বাণিজ্যে কোনো ছাত্র জিপিএ-৫ অর্জন করতে পারেনি। এখানে পাসের হার ৯৮.৩৮। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসান মামুন/এএম/পিআর