বজ্রপাতে প্রাণ গেল ১০ মহিষের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৭ মে ২০১৮
ছবি-ফাইল

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া চরে বজ্রপাতে ১০টি মহিষের মৃত্যু হয়েছে। এ সময় মহিষের পাল দেখাশোনার দায়িত্বে থাকা দুই রাখাল আহত হয়েছেন।

সোমবার ভোরে নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা চরে এ ঘটনা ঘটে। আহত রাখাল নিবারণ ঘোষ ও নিমাই ঘোষকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহিষ পালের মালিক দুলাল ঘোষ জানান, যমুনার নাটুয়ারপাড়া চরে ৪শ মহিষের একটি পাল দেখাশোনা করছিলেন ওই দুই রাখাল। সোমবার ভোরে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে পালের ১০টি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মহিষের রাখাল নিবারণ ঘোষ ও নিমাই ঘোষ গুরুতর আহত হয়। সকালে তাদেরকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।