বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৭ মে ২০১৮
ছবি-প্রতীকী

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন হয়েছে। এতে আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি গ্রামের মৃত আবু তালেবের ছেলে জহুরুল ইসলাম (৪০) ও একই গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে আছির উদ্দিন (২৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, সলঙ্গা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রামারচর এলাকায় মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। এতে আহত হন আরও তিন যাত্রী।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিকে জব্ধ করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।