দৌড়ে রোহিঙ্গা ক্যাম্পের পথে নাইজেরিয়ান ফুটবলার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৮ মে ২০১৮

দৌড়ে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিশ্বকাপ ফুটবলে নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করা এমেকা ইউজিগো। মঙ্গলবার সকাল ৭টায় ফেনী সার্কিট হাউজ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের দিকে রওয়ানা দিয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন নাইজেরিয়ান ফুটবলার স্টেইনলী চিজিউকি ওকোলাই। ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ সময় উপস্থিত ছিলেন ।

ওয়ার্ল্ড ফুটবলারস্ ফোরামের আহ্বায়ক ড. আব্দুল ওয়াদুদের আমন্ত্রণে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়াতে আমেরিকা থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এমেকা ইউজিগো। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অর্থ সহায়তার জন্য তহবিল সংগ্রহে তিনি মাঠে নেমেছেন। তার এই উদ্যোগের সঙ্গে রয়েছে ওয়ার্ল্ড ফুটবলার্স ফোরাম।

বিপন্ন ও মানবতার পাশে দাঁড়াতে সবার সহমর্মিতা নিতে কলকাতা হয়ে সড়ক পথে দৌড়ে ঢাকায় আসেন এমেকা। ঢাকা থেকে দৌড়ে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম হয়ে কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে যাবেন তিনি। বাংলাদেশ ও ভারতে আলাদা আলাদা ভেন্যুতে তিনটি করে প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজনের কথাও জানান এমেকা।

ক্যারিয়ারের শুরুতে প্রিয় ক্লাব মোহামেডানে খেলেছেন। এখানে খেলেই ১৯৯৪ সালে নাইজিরিয়ার হয়ে বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন এমেকা ইউজিগো।

এমেকা ইউজিগো জানান, আগামী জুন মাসে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সব ভেন্যুতে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে প্ল্যাকার্ড প্রদর্শন করা হবে। এর নেতৃত্ব দেবেন তিনি।

উল্লেখ্য, সোমবার (৩০ এপ্রিল) সকাল ৮টায় ঢাকার হাতিরপুলে পিকামলি সেন্টার থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে রওয়ানা দিয়েছিলেন এই ফুটবলার।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।