রবীন্দ্রনাথের আদর্শ ধারণ করে জঙ্গিবাদ নির্মূল করতে হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৯ মে ২০১৮

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ। রবীন্দ্র সাহিত্য চর্চায় নিজেদের বিকশিত করতে হবে। শাহজাদপুরে রবীন্দ্রনাথ দীর্ঘসময় থেকেছেন।

তিনি বলেন, এখানকার মাটি ও মানুষের সঙ্গে কবিগুরুর ছিল নিবিড় পরিচয়। শাহজাদপুরবাসীর প্রাণের দাবি ছিল তার নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। জননেত্রী শেখ হাসিনা শাহজাদপুরবাসীর স্বপ্ন পূরণ করেছেন। ইতোমধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রমও শুরু হয়েছে।

বুধবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়িতে কবিগুরুর ১৫৭তম জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ১৯৭১ সাল থেকেই এদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। জঙ্গিবাদের মধ্য দিয়ে স্বাধীনতাবিরোধীরা ৭১ সালে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন চালিয়েছে। তারাই আবার ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে। এখনও তারা সক্রিয় রয়েছে। রবীন্দ্রনাথের আদর্শকে ধারণ করে জঙ্গিবাদ নির্মূল করতে হবে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান ও উপজলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হোসাইন খান।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।