ইয়াবাসহ রোহিঙ্গা ২ কিশোর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:২২ পিএম, ১০ মে ২০১৮

কক্সবাজারের চোরাকারবারীরা এবার ইয়াবা বহনে জন্য টেকনাফে শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গা কিশোর-কিশোরী ও শিশুদের ব্যবহার করছে। এ ধরনের একটি চালান বহন করতে গিয়েই বিজিবি সদস্যদের হাতে ইয়াবাসহ রোহিঙ্গা দুই কিশোর আটক হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-উখিয়ার থাইংখালী ক্যাম্পে অবস্থানকারী সি-ব্লক-১০০ এর বাসিন্দা মো. ফয়জুল সালামের ছেলে মো. এনামুল হক (১৩) ও আব্দুল হামিদের ছেলে নুর মোস্তফা (১৩)।

বিজিবি জানায়,সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্বরত নায়েক এবি সিদ্দিকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস বাসে তল্লাশী চালায়। এসময় এনামুল হক ও নূর মোস্তফার লুঙ্গির ভেতরে লুকানো এবং কোমরে প্যাঁচানো অবস্থায় ইয়াবার পুটলা জব্দ করা হয়। জব্দকৃত পটুলার ভেতর থেকে ৯ হাজার ৯৩৭ পিস ইয়াবা পাওয়া যায়। দুই কিশোরের বিরুদ্ধে ইয়াবা রাখার অপরাধে মামলা দায়ের পর জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আছাদ-উদ-জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সায়ীদ আলমগীর/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।