সিরাজগঞ্জে বিদ্যালয় ভবনে আগুন
প্রতীকী ছবি
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বয়ড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বয়ড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বিদ্যালয়টির টিনের বেড়া, বেঞ্চ ও টেবিল-চেয়ারসহ সকল আসবাবপত্র পুড়ে যায়।
এ সময় আশপাশের এলাকাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিরাজগঞ্জ ও কাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস