ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত
প্রতীকী ছবি
রংপুরের কাউনিয়ায় উপজেলায় ট্রাকচাপায় রোকন মিয়া (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মীরবাগ এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকন রংপুরের মিঠাপুকুর উপজেলার খানপুর গ্রামের শাহাজান মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার এসআই সুলতান আলী জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্লেখিত এলাকায় দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকটির সামনের অংশে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রোকন মারা যান। খবর পেয়ে পুলিশ ও রংপুর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
জিতু কবীর/আরএ/এমএস